অবতক খবর, মালদা: স্বামীর বকাবকির অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদা গাজলের চিনিদানা গ্রামে। এই দিন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন মৃতার আত্মীয় পরিজনেরা।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম রত্না পাঠক(২৮)। তাঁর স্বামী দীনেশ গ্যাসের ওভেন মেরামতের কাজ করেন। তাঁদের দুই ছেলে মেয়ে রয়েছে। বুধবার সকালে ছেলে মেয়েদের স্কুলে রাখতে যাচ্ছিলেন দীনেশ। সেই সময় বাড়ির গেটে থাকা বালতিতে হোঁচট খায় দীনেশের ছেলে। এরজন্য স্ত্রীকে বকাবকি করেছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেন রত্না। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। তবে সেই সময় হাসপাতালে কোন চিকিৎসক ছিলেন না বলে দাবি তাঁদের। সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।‌ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।