অবতক খবর,৩০ জানুয়ারি: কিছুদিন আগে বীজপুর বিধানসভায় কয়েক লক্ষ টাকা সহ বেশ কিছু যুবক ধরা পড়ে। জানা গেছে,রাতের অন্ধকারে বীজপুর পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে চুপিসারে অন্য থানার পুলিশ আধিকারিকরা রেইড চালিয়েছিল। এক যুবকের কাছ থেকে এক বস্তা প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়েছে। আর এই টাকা চুরির টাকা বলেই খবর।
ধৃত এই যুবকরা কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল এবং রাতের অন্ধকারে লকার থেকে ধীরে ধীরে টাকাগুলো সরিয়েছিল।
এই মর্মে সংশ্লিষ্ট একটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল।
পরবর্তীতে হালিশহর থেকে তাদের গ্রেফতার করা হয়।