অবতক খবর,২ ফেব্রুয়ারী :নৈহাটিতে তৃণমূল সন্তোষ যাদব খুনের পরের দিনই ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সরিয়ে তার জায়গায় নতুন পুলিশ কমিশনার হিসেবে অজয় ঠাকুরকে দায়িত্বভার দিতেই শনিবার রাতেই নিজের কার্য্যভার গ্রহন করেন। এদিন রাতেই তিনি নৈহাটি থানায় এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর এই খুনের ঘটনায় অক্ষয় গন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।