অবতক খবর,২ ফেব্রুয়ারী : বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দরজার তালা ভেঙ্গে আলমারি থেকে সোনার গহনা চুরির ঘটনা ঘটল। শুক্রবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর মির্ধাপাড়ার। আর চুরির ১০ ঘণ্টা পরেই ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির চিলেকোটা থেকেই কার্যত মিলল অর্ধেক গহনা। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি এদিন সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা প্রথমে দরজার তালা ভাঙে। পরে ঘরের ভিতরের আলমারি খুলে প্রায় আট ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয়।

এদিন রাত সাড়ে নয়টা নাগাদ বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পারেন। এরপর পুলিসে অভযিোগ করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে শনিবার সকাল পর্যন্ত দুষ্কৃতীদের ধরা যায়নি বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। পরিবারের কর্তা আতিউর রহমান ওরফে রবি জানান, এদিন বিশেষ কাজে আমরা কান্দি থানার রণগ্রামে গিয়েছিলাম। সাড়ে নয়টার সময় বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পারি। চুরির ঘটনায় আমরা পথে বসে গেলাম। কারণ দুই মেয়ের বিয়ের জন্য যে সোনার গহনা মজুত করে রেখেছিলাম, সেসব কিছু চলে যেতেই আমরা দিশেহারা হয়ে গিয়েছি। এখন পুলিসই ভরসা।

যদিও শনিবার সকালে পরিবারের লোকজন বাড়ির আশপাশ খুঁজে দেখতেই প্রতিবেশীর এক চিলেকোঠার নিচে কম্বল ঢাকা দেয়া অবস্থায় প্রায় সাড়ে তিন ভরি গহনা দেখতে পান। এমনকি যে তালাটি খোলা হয়েছিল সেটিও পাশের ঘরে দরজার কাছে কাপড় ঢাকা দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে তদন্ত করে। প্রসঙ্গত প্রায় দুই সপ্তাহ আগে আতাউর রহমানের বোনের বাড়ি থেকে একইভাবে চুরি যায় গহনা। তাই একের পর এক পাড়ায় চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।