অবতক খবর,৩ ফেব্রুয়ারী : বারাসাত কাজীপাড়া একটি পানশালা পাশেই মল্লিক পারকিং আর সেই পার্কিংয়ের মধ্যেই দিনের আলোয় জেসিবি দিয়ে চলছে জলাশয় ভরাটের কাজ। যদিও এ বিষয়ে মালিকের দাবি তার জমি অনেকটি নিচু যার কারণে তা উঁচু করার কাজ চলছে কোন জলাশয় ভরাট হচ্ছে না।স্থানীয় পৌর মাতা এই ভরাটের বিষয় জানান, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানতেন না এবং মুখ্যমন্ত্রীর জলধর জল ভরো প্রকল্পের কথা মাথায় রেখে এই ভরাট কার্য রুখতে তিনি প্রশাসনের দারস্থ হবেন পাশাপাশি পৌরসভা কেউ জানাবেন। অন্যদিকে বারাসাত পৌরসভার এ বিষয়ে আজই ইনকোয়ারিতে পাঠাবেন এবং সমস্ত কাগজপত্র নিরিখে জমি মালিককে তলপ করা হবে এরপরও যদি তিনি কাজ না বন্ধ করেন। তবে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর পুরসভা পাশাপাশি আগের অবস্থাতেও ফিরিয়ে আনার আশ্বাস পুর প্রধানের।
যদিও, বারাসাত পুরসভার অন্তঃস্থ এ ধরনের একাধিক পুকুর ভরাট নিয়ে বিরোধীদের দাবি এর পিছনে বড় কোন হাত রয়েছে এবং এই গোটা দুর্নীতির সঙ্গে বর্তমান শাসক দল জড়িত , প্রশাসন জড়িত। না হলে প্রশাসনের নাকের ডগায় দিয়ে কিভাবে হতে পারে একের পর এক জলাশয় ভরাট। অবিলম্বে এর নিষ্পত্তি না হলে পরবর্তীতে, সমগ্র দুর্নীতির বিরুদ্ধে পথে নামবে তারা।