অবতক খবর,৬ ফেব্রুয়ারী : শুরু হলো কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার ব্রিজ তৈরীর প্রস্তুতি, এলেন বিভিন্ন প্রতিনিধি দল।১৪৫৯ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ৪৭৫৭মিটার লম্বা এই ব্রিজ, থাকছে চারটি লেন এবং ফুটপাত। দুদিকে গাড়িচলাচলের রাস্তা থাকছে ৮ মিটার চওড়া, ফুটপাত হবে ১.৫ মিটার চওড়া ।
আগামী চার বছরের মধ্যেই এই সেতুর কাজ শেষ হবে, জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।উল্লেখ্য আগামী ৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু হবে চুলকানি সংস্থার আধিকারিকরা আজ সকাল থেকে কাকদ্বীপ এবংকচুবেড়িয়া এলাকায় ব্রিজের প্রস্তুতির সমস্ত জিনিস খুঁটিনাটি খতিয়ে দেখছেন। এতদিন পরেই খুশি এলাকার মানুষ।
গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ বা কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা নদী পথের ভেসেলই অপেক্ষা করতে হতো তাও জল থাকলে, জল না থাকলে ঘন্টার পর ঘন্টা পারাপার বন্ধ যাত্রী থেকে তীর্থযাত্রীরা পড়তো মহা সমস্যায়, সেই সমস্যার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা ব্যয় সেতু করার কথা ঘোষণা করলেন।