অবতক খবর,৯ ফেব্রুয়ারী : কল্যাণী রথতলায় বাজি কারখানায় যে বিস্ফোরণ ঘটেছে,তাতে ঘটনাস্থলে চারজন প্রাণ হারিয়েছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একাধিক রাজনীতিক দলের নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে একাধিক।

আজ সকালে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সিআইডি`র প্রতিনিধি দলের পাঁচ জন সদস্য সহ বোম স্কোয়াডের আধিকারিকরা।
একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে সেই ঘটনাস্থল থেকে। . তিনটি বস্তা করে বিস্ফোরকসহ একাধিক অবৈধ বাজির সরঞ্জাম নিয়ে গেছেন তারা ঘটনাস্থল থেকে।

এই ঘটনায় মূল বাজি কারখানার মালিক খোকন বিশ্বাস কে গ্রেফতার করা হয়েছে।

নদীয়া কল্যানী থেকে অর্পণ দাস রিপোর্ট
আবতক খবর।