অবতক খবর,১২ ফেব্রুয়ারী :  প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় হাত শিবিরে যোগ দিলেন। বুধবার প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে কংগ্রেসে যোগ দেন।

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ প্রদীপ ভট্টাচার্য, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক এবং বিধায়ক গুলাম আহমেদ মীর,সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি এবং পশ্চিমবঙ্গের সহ- পর্যবেক্ষক অম্বা প্রসাদ, আসাফ আলী খান প্রমুখ। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য,” অভিজিৎ মুখোপাধ্যায়ের ঘরে ফেরা প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করেছে।

বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের কংগ্রেসের শক্তি বৃদ্ধি পাবে। একইভাবে কংগ্রেসের সমস্ত প্রাক্তনীদের জন্য দরজা-জানলা খোলা আছে। ঘরে ফিরতে চাইলেই ঘরে ফিরতে পারেন। কংগ্রেসের যোগদান দিতে পারেন।”