অবতক খবর,১৩ ফেব্রুয়ারী,মালদা:- এবার বিএসএফের পোশাক পরে গরু পাচার ভারত-বাংলাদেশ সীমান্তে অস্ত্রসহ তিন পাচারকারী গ্রেফতার।ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৮৮তম ব্যাটালিয়ন, বিওপি পন্নাপুর, এক চাঞ্চল্যকর চক্রান্তের পর্দা ফাঁস করেছে। সতর্ক জওয়ানরা তিন ভারতীয় পশু পাচারকারীকে গ্রেফতার করেছে, যারা বিএসএফের পোশাক পরে সীমান্ত অতিক্রমের পরিকল্পনা করছিল। এরা ধারালো অস্ত্র—২টি তলোয়ার, ১টি ছুরি ও একটি নকল প্লাস্টিকের বন্দুক—সহ ধরা পড়ে এবং গবাদিপশু বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
গোপন সূত্রের ভিত্তিতে, বিএসএফের একটি বিশেষ টহলদারী দল বনপাহাড় গ্রামে অভিযান চালায়। রাত প্রায় ১১:৩০ নাগাদ, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হলে, বিএসএফ সদস্যরা দ্রুত তৎপর হয়ে এলাকাটি ঘিরে ফেলে। পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও,তাদের ধাওয়া করে তিনজনকেই গ্রেফতার করতে সক্ষম হয়।বিএসএফকে ফাঁকি দিয়ে পশু পাচার করার জন্য তারা বাহিনীর পোশাকের অপব্যবহার করছিল।জানা গেছে ধৃতদের বাড়ি মালদা জেলার বামনগোলা থানার অন্তর্গত শিমলা ও মালাঞ্চা গ্রামের বাসিন্দা।
তাদের কাছ থেকে ২টি ছোট আকারের মহিষ উদ্ধার করা হয়েছে, এছাড়া, তিন পাচারকারীকে হাবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএসএফ। বৃহস্পতিবার সকাল বেলা হবিবপুর থানা পুলিশ বুলবুলচন্ডি হাসপাতালে মেডিকেল করিয়ে মালদা জেলা আদালতে পেশ করবেন বলে জানা গেছে।