অবতক খবর,১৩ ফেব্রুয়ারী : এসপ্ল্যানেড স্টেশন এবং শিয়ালদহ স্টেশনের মাঝে টানেল তৈরির কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে। সেই কারণে দুটি ধাপে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবং আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৮ দিন সমগ্র গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এই দিনগুলিতে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষা-নীরিক্ষা চলবে বলে মেট্রো সূত্রে খবর।