অবতক খবর,১৩ ফেব্রুয়ারী :  দিল্লিতে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু ঘটনায় শোকের ছায়া উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ধানতলা কচুয়া এলাকায়।

এলাকার সাধারণ মানুষ বলছেন এই মৃত শ্রাবির পাঁচ মাস আগে পাঁচ ছয় মাস আগে দিল্লি গিয়েছিল কাজ করতে। সেখানে সে কাজ করতো হঠাৎ এসে অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। এলাকার সাধারণ মানুষ আরো বলছেন তার ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে ।

তাদের পাশে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেককে দাঁড়ানোর আরজি করছেন এলাকার বাসিন্দারা। জাকির হোসেন
পঞ্চায়েত সদস্য বলেন এটি খুব দুঃখজনক ঘটনা। তার ছোট ছোট বাচ্চা রয়েছে যার বয়সও বেশি নয় ।
সরকার থেকে যতটা সম্ভব সাহায্য করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন
এই এলাকার বেশিরভাগ মানুষই পাঞ্জাব ,হরিয়ানা, দিল্লিতে কাজ করতে যায়। জেলায় সেভাবে শিল্প নেই।