অবতক খবর,১৩ ফেব্রুয়ারী :  নববারাকপুর বাসীর স্বার্থে ভালো ভাবে কাজ করার বার্তা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আইনানুসারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসন্মতিক্রমে কোঅপারেটিভ হোমস লিমিটেডের প্রথম বোর্ড মিটিং থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সচিব ও ট্রেজারার নির্বাচিত হলেন। পুরসভার ৪নং ওয়ার্ডের ডাঃ বি সি রায় সরণী স্থিত কোঅপারেটিভ হোমস লিমিটেডের দ্বিতলে দুপুরে বোর্ড অফ ডাইরেক্টর্স দের ১৫ জনকে নিয়ে শুরু হয় আলোচনা সভা। সভা থেকে সম্পাদক পদে সুজিত চন্দ, চেয়ারম্যান সুদীপ ঘোষ, ভাইস চেয়ারম্যান সৌমিক বোস, প্যানেল চেয়ারম্যান নীতা দে, ট্রেজারার সমীর জোয়ারদার পদে নির্বাচিত হন। সমন্বয় করে নতুন কমিটি আগামী পাঁচ বছর ভালো ভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে ইতিবাচক পদক্ষেপ হিসেবে। নতুন বোর্ড একসঙ্গে ফিল্ডে গিয়ে কাজ করবে। বসে কাজ করবে না।

সিনিয়র জুনিয়র টিম নবীন ও প্রবীণ সন্মিলিত ভাবে সরকারি নিয়ম নীতি মেনে ভালো ভাবে কাজ করবেন সাংবাদিক দের মুখোমুখি হয়ে বললেন নবনির্বাচিত চেয়ারম্যান এবং সম্পাদক। উপস্থিত পুরপ্রধান প্রবীর সাহা বলেন আগামী পাঁচ বছর ভালো ভাবে কাজ করবে সেই বিশ্বাস আছে নব নির্বাচিত কোঅপারেটিভ হোমস লিমিটেডের সদস্য দের কাছে। পুরপ্রধান হিসেবে শুভেচ্ছা রইল। মানুষের জন্য ভালো ভাবে কাজ করতে হবে। বিগত কমিটির দু একজন ডাইরেক্টর রয়েছেন। শহরের উন্নয়নের জন্য পরামর্শ চাইলে পরামর্শ দেব। কোঅপারেটিভ হোমস লিমিটেডের পুরসভার দুজন পুর প্রতিনিধি সুদীপ ঘোষ এবং নীতা দে অফিস বেয়ারার হিসেবে কমিটিতে নির্বাচিত হয়েছেন নেতৃত্ব দেবেন।