অবতক খবর,১৩ ফেব্রুয়ারী : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রতিভার বিকাশ সাধনের লক্ষ্যে অভিনব উদ্যোগে ক্রীড়া উৎসবের আয়োজন করল সামসেরগঞ্জ ব্লকের আলোর দিশা মহিলা সমবায় মহাসংঘ। বৃহস্পতিবার দুপুরে সামসেরগঞ্জ ব্লক প্রশাসনের সহযোগিতায় বিডিও অফিস ময়দানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় মহিলাদের ব্যাপক উৎসাহ এবং উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সেলফ হেল্প গ্রুপের প্রজেক্ট ডিরেক্টর সুকান্ত সাহা, সামশেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধ, বিধায়ক আমিরুল ইসলাম, মহাসংঘের সভানেত্রী রোজিলা বেগম এবং আসনারা খাতুন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অতিথ বরণ প্রক্রিয়ার পাশাপাশি, মাঠ পরিক্রমা,প্রদীপ প্রজ্বলন ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। তারপরেই একে একে কলসি দৌড়, হাড়িভাঙ্গা, বৃক্ষরোপণ, যেমন খুশি তেমন সাজো সহ নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করা হয় মহিলাদের জন্য। ব্যতিক্রমী উদ্যোগে পিঠে, পুলিশ সহ হরেক রকম খাবার তৈরি করে নিয়ে আসেন প্রত্যেকটি অঞ্চলের স্বয়ংভর গোষ্ঠীর মহিলারা। খাবারের স্বাদের উপরেও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় সেরাদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করে
আলোর দিশা মহিলা সমবায় মহাসংঘ।