অবতক খবর,১৭ ফেব্রুয়ারী,মালদা:- মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে সোমবার মালদায় এলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন মালদা এসেই প্রথমে মালদা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনে বেড়িয়ে তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন।
সোমবার চতুর্থ দিনে ইতিহাস বিষয়ের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন। কথা বলেন পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত পরীক্ষক, পর্যবেক্ষকদের সঙ্গে। সেই সঙ্গে পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও তিনি কথা বলেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছর মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস কান্ডে মালদার নাম জড়িয়েছিল।
তাই এবছর মালদায় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ গুরুত্ব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। যার অঙ্গ হিসেবেই সোমবার চতুর্থ দিনের পরীক্ষায় মালদায় আসেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয়, খোঁজখবর নেন বলে জানা গেছে।