অবতক খবর,১৭ ফেব্রুয়ারী,সাগরদিঘী: ১২ নম্বর জাতীয় সড়ক ছেড়ে বাড়ির মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ট্রাক, সোমবার ভোররাতে ঘটনাটি ঘটে সাগরদিঘী ব্লকের মোরগ্রাম ভুরকুন্ডা গ্রামের ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে খবর পণ্যবাহী ট্রাকটি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় হঠাৎই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি বাড়িতে। ট্রাক চালক ঘুমিয়ে গিয়েছিল বলে অনুমান করছে স্থানীয়রা, ওই বাড়ির সদস্যরা সবাই বিয়ে বাড়ি যাওয়ায় ফলে বাড়ি মধ্যে কেউ ছিলনা।
যার ফলে কোন ব্যক্তির বড়সড়ো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ট্রাকে থাকা চালক ও খালাসী দুজনে পালাতক। খবর দেওয়া হয় সাগরদিঘী থানায়, সাগরদিঘী থানার পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।