অবতক খবর,১৯ ফেব্রুয়ারী : মাদ্রাসা বোর্ডের ইতিহাস পরীক্ষার দিন মাথা ফাটলো পরীক্ষার্থীর।
ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের কান্তিপার মাদ্রাসায়, মাদ্রাসার এক শিক্ষক জানিয়েছেন,রহটপুর হাই মাদ্রাসার ছাত্র সরিফ শেখ পরীক্ষার সেন্টার ঢুকে পরীক্ষা দিতে।

তবে পরীক্ষা কেন্দ্র ঢুকতেই বসার বেঞ্চ থেকে পড়ে গিয়ে মাথা ফেঁটে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পড়ে রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসার জন্য রেফার করে। কিছুটা সুস্থ হলেই ওই পরীক্ষার্থী পরীক্ষায় দিতে পারবে। তার পরীক্ষার দেওয়ার জন্য সবরকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন।