অবতক খবর,১৯ ফেব্রুয়ারী,ইসলামপুর: ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশনে অমৃত ভারত প্রকল্পের কাজ প্রায় ৬ মাস ধরে থমকে রয়েছে। সেই অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুত চালু করার দাবি সহ একাধিক দাবি দাবা নিয়ে স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএম কাটিয়ারকে ডেপুটেশন দিলেন ইসলামপুর নাগরিক মঞ্চ ও সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
জানা গিয়েছে ২০২৩ সালের আগস্ট মাসের ৬ তারিখে ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর প্রকল্পের কাজ শুরু করা হয়। হঠাৎ প্রায় ৬ মাস ধরে সেই প্রকল্পের কাজ থমকে রয়েছে বলে অভিযোগ। তবে কি কারণে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে তা কেউ জানেন না। তাই এবার প্রকল্পের কাজ দ্রুত চালু করে সমাপ্ত করার দাবিসহ একাধিক দাবি নিয়ে বুধবার ইসলামপুর নাগরিক মঞ্চ ও সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটিসেন দেওয়া হয়।