অবতক খবর,২০ ফেব্রুয়ারী :  গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রায় নয় বছর পরে আসর বসতে চলেছে আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতার। বৃহস্পতিবার মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে দিনক্ষণ ঘোষণা করলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিশ্বজিৎ দাস। ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আধিকারিক সহ একাধিক কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের দাবি, আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি গৌড়বঙ্গের তিন জেলা মালদা ও দুই দিনাজপুরের ২৬ টি কলেজ নিয়ে প্রতিযোগিতাটি শুরু হচ্ছে। খেলার উদ্বোধনে হাজির থাকবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ২৪ ফেব্রুয়ারি শহরজুড়ে প্রভাত ফেরির কথা থাকলেও মাধ্যমিকের কারণে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লাগোয়া রাস্তাতেই ছাত্র-ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা করা হবে। বিশ্ববিদ্যালয়ের আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় এখনো পর্যন্ত ১১০০ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছেন।

মোট 12 টি ইভেন্টে খেলা হবে। খেলায় ছাত্রদের পাশাপাশি উৎসাহ বাড়ছে ছাত্রীদেরও। খো খো ফুটবল ভলিবলের মত প্রতিযোগিতাতেও অংশগ্রহণ রয়েছে মেয়েদের। খেলাকে কেন্দ্র করে ঢেলে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় জানান রেজিস্টার। তিনি বলেন ফুটবল খো খো ভলিবল এবং ৪০০ মিটার ট্রাকের জন্য পৃথক মাঠ তৈরি করা হয়েছে। মাঠগুলি জেলা ক্রীড়া সংস্থার বিশেষজ্ঞদের দিয়ে তৈরি করা হয়। মাঠগুলি পরবর্তীতে কলেজের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবেন