অবতক খবর,২০ ফেব্রুয়ারিঃ ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ওসি’র অধীনেই কাজ করতে হতো সকলকে। কিন্তু এবার বাড়তি দায়িত্ব দেওয়া হল অর্থাৎ ট্রাফিক ইনচার্জ-এর দায়িত্ব দেওয়া হলো বেশ কয়ূকজন অফিসারকে। কে কোথায় ট্রাফিক ইনচার্জ হলেন? দেখে নিন এক নজরে… নিচে রইলো তালিকা