অবতক খবর,২১ ফেব্রুয়ারী : পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদিনের এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হলেও কার্যতঃ সারা বাংলার ছাত্র ছাত্রী প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন।

ছাত্র ছাত্রীদের গান-নাচ-কবিতা-আবৃত্তির মধ্যে দিয়ে বর্ণময় অনুষ্ঠানে বক্তা ও শিল্পীরা ভাষা দিবসের তাৎপর্য, লড়াইয়ের ইতিহাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তুলে ধরেন।

পাশাপাশি এদিন সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, ‘সবার শিক্ষা, সবার সরস্বতী’ এর বিজয়ী কলেজ বিশ্ববিদ্যালয় ও জেলা কমিটির হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। সামগ্রিক অনুষ্ঠানে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।