অবতক খবর,২২ ফেব্রুয়ারী : সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বিধানসভা নির্বাচনের আগেই হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র শ্যামপুরের গাদিয়াড়া ও সন্নিহিত এলাকার বহু চর্চিত লো ভোল্টেজ সমস্যা মিটতে চলেছে। জানা গিয়েছে শুক্রবার শ্যামপুর এক ব্লকের গোহালদহ গ্রামে একটি ৩৩ কে ভি সাব স্টেশন তৈরীর কাজের উদ্বোধন করলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল। এদিন উপস্থিত ছিলেন শ্যামপুর এক ব্লকের বি ডি ও তন্ময় কার্যি, শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ঠিকাদারদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারির সুরে জানান,”কোন কথা শুনতে চাই না।আগামী বছরে এই দিনে এই সাব স্টেশন থেকে বিদ্যুৎ পরিষেবার উদ্বোধন করবো। উল্লেখ্য এই কাজের জন্য কালীপদ বাবুর এক ছাত্র রাধাকান্ত প্রামানিক ২১ শতক জমি লিখে দেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য হাওড়ার গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে যে সরকারী ও বেসরকারী লজ রয়েছে তাদের সব গুলোই” লো ভোল্টেজ” সমস্যার জন্য জেনারেটরে চলে।ফলে ঘরের ভাড়া হয় অনেক বেশি।
পাশাপাশি শ্যামপুর এক ব্লকের বেশ কিছু ইটভাটা রয়েছে যাদের কাজকর্ম জেনারেটর দ্বারা পরিচালিত হয়।বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত থাকলে ইট ভাটার মালিকরা ও জেনারেটর থেকে মুক্তি পাবেন এবং ইটের দাম ও কিছুটা কম করা যাবে বলে জানিয়েছেন। উল্লেখ্য গাদিয়াড়া ও সন্নিহিত এলাকায় এই সাব স্টেশন থেকে বিদ্যুৎ পরিষেবার জন্য মুখিয়ে রয়েছে এলাকার কয়েক হাজার মানুষ।তবে আগামী বিধানসভা নির্বাচন ও বিদ্যুৎ পরিষেবা বিষয়ক প্রশ্নের উত্তরে বিধায়ক জানান,”এর সঙ্গে ভোটের কোন সম্পর্ক নেই।সারা বছর কাজ হয়।অহেতুক জল ঘোলা করা হচ্ছে।”এখন কত দ্রুত কাজ সম্পন্ন হয় তাই দেখার।