অবতক খবর,২২ ফেব্রুয়ারী :  ইসলামপুরে বাজার করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ইসলামপুর থানার আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মোলানীগছ এলাকার বুধু মহম্মদ নামে এক ব্যক্তি। গতকাল দুপুর থেকেই নিখোঁজ যায় ওই বৃদ্ধ ব্যক্তি।

পরিবার সূত্রে জানা গিয়েছে বউয়ের সাথে অভিমান করে বাড়ি থেকে ইসলামপুরে এসেছিল বুধু মহম্মদ নামে ৬৩ বছরের ওই ব্যক্তি। তারপর থেকে আর বাড়ি ফেরেনি ওই ব্যক্তি। এরপর দুশ্চিন্তায় পরে যায় পরিবারের সদস্যরা। এবং অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ না মেলায় শেষমেশ ইসলামপুর থানার পুলিশের দারস্থ হন পরিবারের সদস্যরা। এবং ইসলামপুর থানায় একটি মিসিং ডাইরি করেন পরিবারের সদস্যরা।