অবতক খবর,২৩ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর গ্রামের প্রায় ১০তম বছরের বাৎসরিক ১৬ পহর হরিনাম সংকীর্তনে আনন্দ উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ সহ জাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্ত তথা মানুষজন যোগদান করেন ।
এই ১৬ প্রহর হরিনাম সংকীর্তনের উদ্যোক্তারা শুভেন্দু রায়, সুব্রত হাজরা, নবগোপাল হাজরা, বিনয় সামন্তরা জানান ১৬প্রহর হরিনাম সংকীর্তন এই বছর ১০ তম বছরে পদার্পণ করে। মন্তেশ্বর গ্রামে মা চামুন্ডা দেবীর পূজা হয় বলে , এখানে দুর্গা, কালী সহ সাধারণত অন্য কোন দেবী প্রতিমা পূজা হয়না ।
তাই ওই এলাকার মানুষজনদের উৎসব মুখরিত করার লক্ষ্যে ওই এলাকার বয়স্ক মানুষজনদের সিদ্ধান্তে ১০ বছর আগে চামুন্ডা তলা সংলগ্ন এলাকায় হরি মন্দির প্রতিষ্ঠিত করে, শিবরাত্রি কে সামনে রেখে ফাল্গুন মাসের প্রথম একাদশী তিথিতে ১৬ প্রহর হরিনাম সংকীর্তন উৎসব প্রতিষ্ঠিত হয়। সেই থেকেই প্রতিবছর ফাল্গুন মাসে এই তিথি ধরে আজ পর্যন্ত এই হরিনাম সংকীর্তন ওই আসছে।
তাই প্রত্যেক বছরের মতন আজ মা চামুণ্ডা মাতার হরিবাসরের মধ্য দিয়ে নদীয়ার মহিলা হরিনাম সংকীর্তন দল সহ বিভিন্ন জেলা থেকে আসা হরিনাম সংকীর্তনের দলের কীর্তন পালার মাধ্যমে চার দিনের বাৎসরিক ১৬ পহর হরিনাম সংকীর্তন উৎসব চলছে বলে জানান উদ্যোক্তারা।
এই হরিনাম সংকীর্তন উৎসবে এই এলাকার প্রত্যেকের বাড়িতে আত্মীয়-স্বজন থেকে ভক্তসমাগম হয় প্রচুর।
এই দিন আশপাশের গ্রামের পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম সেখ সহ এলাকার দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষজনের ভিড় হয়ে একটি মিলনক্ষেত্র তৈরি হয় বলে জানান উদ্যোক্তারা। এই চার দিন মন্তেশ্বর গ্রামের এলাকার মানুষজন আনন্দ উৎসাহের সঙ্গে দিন কাটাবে বলে জানা যায়।