অবতক খবর,২৩ ফেব্রুয়ারী:  টানেলে ধস নেমে ভয়াবহ দুর্ঘটনা। তেলেঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত এই সুড়ঙ্গে কাজ চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের একাংশ। দুর্ঘটনার মুহূর্তে বেশিরভাগ শ্রমিক সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও অন্তত ৮ জন শ্রমিক চাপা পড়েছেন বলে জানা যাচ্ছে।

এই ঘটনায় প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।প্রশাসনের তরফে জানা যাচ্ছে, সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামে ছাদে।

মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত ৮ জন ভিতরে আটকে পড়েছেন। প্রশাসনের দাবি অনুযায়ী, ছাদের প্রায় ১০ মিটার অংশ ভেঙে পড়ে যার জেরে প্রায় ২০০ মিটার এলাকায় কাদামাটি ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, দিনচারেক আগেই খোলা হয়েছিল টানেলটি। দুর্ঘটনার পর স্থানীয় জেলাশাসক বি সন্তোষ বলেন, যারা আটকে পড়েছেন তাঁদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি ভিতরের এয়ার চেম্বার ও কোনভেয়ার বেল্ট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।দুর্ঘটনার পর সোশাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ্যে এনেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

কতজন আটকে রয়েছেন তা স্পষ্ট না করা হলেও, মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যের সেচমন্ত্রী-সহ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন। জেলাশাসক, পুলিশ সুপার ও দমকল বিভাগকে দ্রুত ওখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষান রেড্ডি। শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে …