অবতক খবর,২৩ ফেব্রুয়ারী :আজ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভানেত্রী নার্গিস খাতুনের উপস্থিতিতে চোপড়ায় গঠিত হলো মহিলা কংগ্রেসের ব্লক কংগ্রেস কমিটি ।
চোপড়া ব্লক মহিলা কংগ্রেসের সভা নেত্রীর দায়িত্ব দেওয়া হলো রঞ্জিতা বেগম কে এবং জেনারেল সেক্রেটারির দায়িত্ব দেওয়া হল আজমিরী বেগমকে ।এই মহিলা কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভানেত্রী নার্গিস খাতুন, বরিষ্ঠ কংগ্রেস নেতা অশোকরায়, চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডাঃ মসিউর উদ্দিন, চোপড়া ব্লক মহিলা কংগ্রেসের নতুন সভানেত্রী রঞ্জিতা বেগম সহ একাধিক মহিলারা।
চোপড়া ব্লক মহিলা কংগ্রেস কমিটির মাধ্যমে আগামী নির্বাচনে কংগ্রেস চোপড়ায় এগোবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। নেতৃত্বদের মতে এই প্রথম আনুষ্ঠানিকভাবে চোপড়ায় মহিলা কংগ্রেসের কমিটি গঠন করা হলো। যা ২০২৬ নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে বলে জানিয়েছেন উপস্থিত নেতৃত্বরা। নতুন সভানেত্রীর দায়িত্ব পেয়ে রঞ্জিতা বেগম যথেষ্ট খুশি এবং কংগ্রেসের সাথে ও পাশে থাকার বার্তা নতুন চোপড়া ব্লক কংগ্রেস সভানেত্রী রঞ্জিতা বেগমের।