অবতক খবর,২৪ ফেব্রুয়ারী:  সুতির জগতাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগতাই গ্রামে নতুন ঢালাই রাস্তার নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের তত্ত্বাবধানে নাবিরুলের বাড়ি থেকে কালু শেখের বাড়ি পর্যন্ত এই রাস্তা নির্মাণের জন্য ১৮,২৫,২৭৮ টাকা বরাদ্দ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ঈমানী বিশ্বাস, জেলা পরিষদের মেম্বার রোজিনা সামাদ, ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বিবি এবং তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ওবায়দুর রহমান। এছাড়াও, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণও উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের দাবির পর বাস্তবায়িত এই প্রকল্পে এলাকার বাসিন্দারা খুশি। বর্ষাকালে চলাচলের সমস্যার সমাধান হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে তাঁদের আশা।

এছাড়া, জগতাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মসজিদ থেকে শাহজাহানের বাড়ি পর্যন্ত আরও একটি ঢালাই রাস্তা নির্মাণ শুরু হয়েছে, যার জন্য ৩,৩৯,৩২০ টাকা বরাদ্দ করা হয়েছে।

বক্তারা সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।