অবতক খবর,২৩ ফেব্রুয়ারী: নববারাকপুর শহর জুড়ে চলছে সার্বিক উন্নয়নের জোয়ার। রবিবাসরীয় সকালে পুরসভার ২০ নং ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া স্টেশন রোড থেকে বিদ্যাসাগর পল্লী পর্যন্ত রাস্তায় আলোকিতকরন, রাস্তার অভিমুখ সুদৃশ্য গেট এবং প্রান্তিক সরণী নবরুপে দুটি কংক্রিট ঢালাই রাস্তার নির্মাণের শুভ উদ্বোধন করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা।

ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক, ওয়ার্ড কমিটির সম্পাদক অলোক ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম আচার্য, সহ তৃণমূল যুব, মহিলা কর্মী সমর্থকরা। পুরপ্রধান বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে উন্নয়নই আমাদের একমাত্র কাজ। মানুষের জন্য কাজ করতে হবে।

উন্নয়নের মধ্যে দিয়ে শহরকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি অভিভূত আনন্দিত গর্বিত উন্নয়নের কাজে পুরপ্রধান সহ পুর প্রতিনিধি কে ডেকে সংবর্ধিত করছে। সারা নিউ বারাকপুরে এই প্রথম মৃন্ময়ী মহিলারা উন্নয়নের কাজে পুরপ্রধান কে ডেকে সংবর্ধিত করছে। এটা আমাদের বাড়তি পাওনা। উন্নয়নের কাজে সর্বস্তরের মহিলারা অধিবাসীবৃন্দরা আরো বেশি করে এগিয়ে আসুন সহযোগিতা করুন পাশে দাঁড়িয়ে ভরসা রাখুন। আগামী দিনে এলাকায় আরো অনেক বেশি উন্নয়ন হবে। মা মাটি সরকারের নেতৃত্বে সেটা করে যাবার চেষ্টা করছি।