অবতক খবর,২৪ ফেব্রুয়ারী: রাস্তার বেহাল দশা,ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা । রাস্তা সংস্কারের দাবি উঠছে এলাকায় । চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগছ থেকে গেলান্ডীগড় পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ । দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্ডাগছ থেকে গ্লাম্ডিগড় যাওয়ার মূল রাস্তার মেরামতের দাবি করলেন গেন্দাগছ ও গালান্দিগর গ্রামবাসীদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা আতিয়রা ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গেন্দাগছ থেকে গালান্দিগর পর্যন্ত প্রায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এখন বর্ষা নেই তবুও একাধিক কষ্টের সম্মুখীন হচ্ছেন উভয় গ্রামের পাশাপাশি স্থানীয় গ্রামের পথযাত্রীরা। জানা গেছে, গেন্ডাগছ এবং গলান্ডিগড় এই দুই গ্রামের মানুষদের দাসপাড়া কিংবা কেউ মারা গেলে তাকে কবরস্থ করতে যেতে হয় গ্লান্ডিগর সনতোরাডাঙ্গী কবরস্থানে। কবরস্থ করার পাশাপাশি এই রাস্তা দিয়েই দৈনন্দিন জীবনের কার্যকলাপের সঙ্গে এই রাস্তার গুরুত্ব রয়েছে অপরিসীম।

আর দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকায় যথেষ্ট অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। তারা আরো জানিয়েছেন যে বর্ষার সময় কেউ মারা গেলে এই রাস্তা দিয়ে সনতোরাডাঙ্গী কবরস্থানে কবরস্থ করতে যেতে হয়। তখন রাস্তায় মাথা ছুই ছুই জল থাকে। যেটা অবশ্যই বেদনাদায়ক মনে করছেন এবং একাধিক কৃষি কাজে মহিলারা এ রাস্তা দিয়ে গেলে তাদের কাপড় উপরে তুলতে হয় যেটা লজ্জাজনক মনে করছেন স্থানীয়রা। তাই তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান এবং চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কাছে এই গেন্ডাগছ থেকে গলানডিগর যাওয়ার বেহাল রাস্তার মেরামতের দাবি তুলেন গেন্ডাগছ ও গালান্ডিগড় গ্রামের গ্রামবাসীরা।

স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আনিসুর রহমান জানিয়েছেন GENDAGACHH থেকে গ্যালান্ডিগড় যাওয়ার বেহাল রাস্তার নজর আমাদের রয়েছে ।আমরা উর্ধতন নেতৃত্বেদের জানিয়েছি । চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য সাজনা বানুর প্রতিনিধি ফারুক আজম স্থানীয়দের তোলা অভিযোগের ভিত্তিতে বলেন যে রাস্তাটির নজর আমাদের রয়েছে এবং ঊর্ধ্বতন নেতৃত্বদের নজরে আনা হয়েছে।

তবে দ্রুত এ রাস্তা মেরামত হবে বলে asostho করেন তিনি। তবে তিনি CPIM প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বলেন যে সিপিএম সরকারের মত নয়, আমাদের তৃণমূল সরকার। তৃণমূল সরকারের আমলে সব কাজ হয়ে গেছে মাঝেমধ্যে টুকটাক রয়েছে। সেটাও আমাদের নজরে রয়েছি । দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জিল্লুর রহমান গ্রামবাসীদের তোলা অভিযোগের ভিত্তিতে বলেন রাস্তাটার প্রতি নজর রয়েছে । যেহেতু প্রায় দেড় কিলোমিটার লম্বা এ রাস্তা তাই চোপড়া পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কে এই রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে।