অবতক খবর,২৫ ফেব্রুয়ারী: চতুর্থ শ্রেণির ছাত্রকে মারধর করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার অন্তর্গত শিবনাথ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সূত্র মারফত জানা যাচ্ছে স্কুলেরই চতুর্থ শ্রেণীর ছাত্র সুদীপ পাল স্কুলে যাবার পরেই খবর পায় তার দাদা সুদীপের দুর্ঘটনা হয়েছে।
তৎক্ষণাৎ স্কুলে উপস্থিত হয়ে সুদীপের দাদা জানতে পারেন দরজা বন্ধ করে স্কুলে খেলছিল এবং ওই দরজা না খোলায় স্কুলের প্রধান শিক্ষক সুদীপকে জুতো দিয়ে মারার পাশাপাশি লাথি, ঘুসি চড় মারে বলে অভিযোগ করেন বাড়ির পরিবার বর্গ থেকে অভিভাবকদের পক্ষ থেকেও। যদিও সংবাদ মাধ্যমের কাছে মুখোমুখি হয়ে স্কুলের প্রধান শিক্ষক শ্রীপতি মন্ডল এই ধরনের ঘটনা নিয়ে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন।