অবতক খবর,২৫ ফেব্রুয়ারী: পানিহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকায় ২০১৪ সালে ২৫ শে সেপ্টেম্বর চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগের ঘটনা সামনে এসেছিলো। জানা যায় চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামের ওই যুবককে পিটিয়ে মারার ঘটনায় অভিযোগ ওঠে এলাকার ১০জন ব্যক্তির বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণভাবে সেই ঘটনার ঘটে যাওয়ার কয়েক বছর পরেই পানিহাটি পুরসভার কাউন্সিলর হন ঘটনায় এক অভিযুক্ত তারক গুহ।যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর।

আর সেই ঘটনায় ব্যারাকপুর কোর্টে আজ ছিল শুনানির দিন। এর আগেই অভিযুক্ত কাউন্সিলর আদালতে জামির আরজি করলেও তা খারিজ করে দেন মহামান্য আদালত।প্রসঙ্গত কয়েকদিন আগে গণপিটুনির ঘটনায় জড়িত বর্তমান পানিহাটির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ হাজিরা দিতে যায় বারাকপুর কোটে।

সেই সময় বিচারক কাউন্সিলরকে গ্রেফতার করার নির্দেশ দেন। ১০ জনের মধ্যে পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে আদালত।আজ তাদের বিচার প্রক্রিয়ায় কাউন্সিলর সহ আদালত চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।