অবতক খবর,২৫ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের করন্দা গ্রামের জম্বুল শাহ চিস্তির প্রাচীন শতাব্দীর বাৎসরিক ওউস ও মেলা অনুষ্ঠিত হয়। জাতি ধর্ম নির্বেশেষে সকলে এই ওউর এবং মেলায় যোগদান করে। কথিত আছে যে ৫০০ বছর আগে জম্বুল শাহ জী নামে এক পীর বাবা হিন্দুপ্রধান করন্দা গ্রামে ছদ্মবেশে এসে হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের বাড়ীতে কাজ করে খাওয়া দাওয়া করতো এবং এই গ্রামেই থাকতো।
তিনি মারা যাওয়ার পর করন্দা গ্রামের হিন্দু সম্প্রদায় মানুষজনরা করন্দা গ্রামের মাঠের এই স্থানে জম্বুল শাহ জিকে কবর বা মাটি দেয়। সেই জন্য করন্দাগ্রামের এই স্থানের নাম হয়, জম্বুল শাহজি তলা। তাই প্রায় ৫০০ তম বছর আগে হিন্দুসম্প্রদায় প্রধান করন্দা গ্রামের মানুষজনরা সিদ্ধান্তে নিয়ে জম্বল জিকে স্মরণ করার জন্য জম্বলজির রওজা তৈরি করে ফাল্গুন মাসের দ্বিতীয় মঙ্গলবার পড়ে সেই মঙ্গলবার থেকে আজ পর্যন্ত জম্বুল শাহ চিস্তির ওউস ও মেলা করে আসছে, করন্দা গ্রামের জম্বুল শাহর রওজা সংলগ্ন প্রাঙ্গণে।
ওউস ও মেলার উদ্যোক্তাদের পক্ষে মনসুর আলী শাহ, পল্টু শাহ , শহিদুল শাহ , রহিম শাহ , জনাব আলী শাহরা জানান এই ওউস মেলাএইবছর প্রায় ৫০০তম বছরে পদার্পণ করে । তাই আজ দুপুরে জম্বুল শাহ পীরবাবার মেলা প্রাঙ্গনে এলাকার ও দুর্দান্ত থেকে আসা প্রায় ৪থেকে ৫হাজার মানুষজনদের দুপুরে বসিয়ে অন্ন ভোগ খাওনোর মধ্য দিয়ে, জম্বুুল শাহ পীর বাবার উপরে চাদর চড়িয়ে আনন্দ উৎসাহের সঙ্গে ৫০০তম বছরের করন্দা জম্বুুল শাহ পীরবাবার বাৎসরিক তিন দিনের ওউস ও মেলা শুভ সূচনা করা হয় বলে জানান উদ্যোক্তারা। এই ওউস ও মেলা কমিটির কর্মকর্তারা জানান এটা সম্পূর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সহযোগিতায় হওয়ার মাধ্যমে সম্প্রীতির এক নজির সৃষ্টি করে সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন বলে জানান উদ্যোক্তারা।
ওউস ও মেলা উদ্যোক্তারা বলেন গ্রাম বাংলার বুকে এই ধরনের ঘটনা প্রমাণ কর এই ধরনের মেলার অনুষ্ঠানে আমাদের সমাজের সব ধর্ম ,সব সম্প্রদায়ের, সব শ্রেণীর মানুষ একত্রে মিলিত হন। এটাই আমাদের ঐতিহ্য । তাই এই মেলার ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যেন সবাই একত্রিত হয়ে ,সব ধর্মসমন্বয়ের বার্তা পৌঁছে দিতে পারি সমাজের সর্বস্তরে এটাই আমাদের ঐতিহ্য বলে জানান উদ্যোক্তারা।
এই ওউস ও মেলায় গান, বাউল , যাত্রা, সামাজিক সচেতনতা শিবিরসহ প্রত্যেকদিন আলাদা , আলাদা অনুষ্ঠানের আয়োজন রয়েছে মেলায়। এই মেলাটি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বলে জানান উদ্যোক্তারা।
এই স্থানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।