অবতক খবর,১০ ফেব্রুয়ারী: শ্যামনগর ঘোষপাড়া রোডে আতপুর এলাকায় পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সোদপুরের বাসিন্দা এক মহিলার সেই দুর্ঘটনার পর রাস্তায় অটো টোটোর উপর নিয়ন্ত্রণ রাখতে বিশেষ নজরদারির কথা জানানো হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে। এবার আঁতপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথে নেমে অটো টোটোর কাগজ খতিয়ে দেখার পাশাপাশি চালকদের সচেতনতা করার কাজ করা হলো।
এই দিনের নজরদারিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আতপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক সুরেশ্বর মন্ডল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান।