অবতক খবর,১০ ফেব্রুয়ারী:  এই প্রথম গোটা কাঁচরাপাড়া শহর জুড়ে একই সময়ে প্রত্যেকটি ওয়ার্ডে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো কাঁচরাপাড়া সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে।

এই অংকন প্রতিযোগিতাটি মোট চারটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। এই চারটি বিভাগে ৩ বছর বয়স থেকে ১৪ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

এই প্রথম এইরকম একটি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে সারা ফেলে দিয়েছে কাঁচরাপাড়া সাংস্কৃতিক মঞ্চ।