অবতক খবর,১১ মার্চ: গতকাল ছিল সংবাদপত্রের জনক তথা কবি ঈশ্বর গুপ্তের ২১৪তম জন্ম দিবস। কিন্তু তাঁর এই জন্মদিবসের দিনে এক অন্যরকম চিত্র উঠে এলো শহর কাঁচরাপাড়ায়। ‌ কাঁচরাপাড়া ছয় নম্বর ওয়ার্ডে রয়েছে একটি শিশু উদ্যান। সেখানে কবি ঈশ্বর গুপ্তের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছিল। সেখানেই দেখা গেল এক কোণে কবি ঈশ্বর গুপ্তের আবক্ষ মূর্তিটি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে।

কিন্তু স্থানীয় এক সংবাদে প্রকাশিত হয় সেখানে নাকি ভর্তি রয়েছে গাঁজা গাছ। আর এই সংবাদ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি নড়ে চড়ে বসেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।

কারণ লোকালয়ে এরকম একটি শিশু উদ্যানে গাঁজা গাছ মিলবে তা প্রায় অসম্ভব।

প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা বলেন, আমরা স্বীকার করছি মূর্তি ভেঙে পড়ে রয়েছে কিন্তু গাঁজা চাষের মতো গুরুতর অভিযোগ উঠেছে,তা সত্য নয়। বিষয়টি পৌরসভার নজরে আনা হয়েছে যাতে পার্কটি সংস্কার করা হয়।

এই ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর তথা কাঁচরাপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু রায় বিষয়টি পৌরসভার নজরে এনেছেন। পার্কটি দ্রুত সংস্কার করা হবে।

তবে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলেই জানিয়েছেন নেতৃত্বরা।