অবতক খবর,১১ মার্চ: উড়িষ্যার গাঁজা বাংলায়,গাঁজা পাচারকারীদের বড়সড় চক্র ধরা পড়লো হুগলীর পান্ডুয়ায়। গাড়ি থেকে নগত টাকা সহ চারটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
উড়িষ্যা থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি সাতজনকে গ্রেফতার করলো পান্ডুয়া থানার পুলিশ।
ধৃতদের কাছ থেকে নগদ দুলক্ষেও বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে।
আটক হয়েছে চারটি চারচাকা গাড়ি।
পান্ডুয়ার জামগ্রামে একটি গোডাউনে গাঁজা মজুত করা হত বলে অভিযোগ।সেই গোডাউনের মালিক ছোটু লাল সাউ।
হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন,গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে।
সেইমতো মগরা থানা এবং পান্ডুয়া থানা কে এলার্ট করা হয়।
চারটি গাড়ি এলাকায় ঢুকতেই তাদের চেস করা হয়।
পান্ডুয়ায় জামগ্রামে গাড়ি গুলি ঢুকতেই আটক করা হয়।
সেই গাড়ি থেকেই উদ্ধার হয় ১০৩ কেজি গাঁজা।
গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এক মহিলা সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়।
পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাসের উপস্থিতিতে আটক হওয়া গাঁজা ও টাকা সিজ করে পুলিশ।
ধৃতদের আগামীকাল চুঁচুড়া আদালতে পেশ করা হবে।