অবতক খবর,১১ মার্চ,মালদা:- পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ভূতনি থানার পঞ্চুটোলা এলাকায়। ঘটনায় ভুতনি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় মৃত গৃহবধুর পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
মৃত গৃহবধুর নাম পূজা মন্ডল।বয়স ২৩ বছর। বিহারের কাঠিয়ার জেলায় বাবার বাড়ি। গত প্রায় চার বছর আগে ভুতনি থানার পঞ্চুটোলা গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর অচিন্ত্য মন্ডলের সঙ্গে বিবাহ হয়। বর্তমানে তাদের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গৃহবধূর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত গৃহবধুর পরিবারের অভিযোগ, সামান্য সামান্য কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো। প্রায় মারধরের মত ঘটনা ঘটতো। হঠাৎ করে ফোন মারফত জানতে পারে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। দেহ যে অবস্থায় রয়েছে তা দেখে স্পষ্ট তাকে খুন করা হয়েছে। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে খুন করেছে বলেই দাবি করছে মৃত গৃহবধুর বাবার বাড়ির লোকজন।
এদিকে স্বামী অচিন্ত্য মন্ডল সহ শ্বশুর-শাশুড়ি র বিরুদ্ধে ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূ পরিবারের লোকজন।পুলিশ দেহ উদ্ধার করে হেফাজতে নেওয়ার পাশাপাশি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনা ন্যায় বিচারের দাবি তুলেছে মৃত গৃহবধুর পরিবারের সদস্যরা।