অবতক খবর,১২ মার্চ,মালদা:- দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ।ঘটনায় গুরুতর জখম ২।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত চাঁচল ও হরিশ্চন্দ্রপুর ৩১ নম্বর জাতীয় সড়কের বটতলা পেট্রলপাম্প এলাকার ঘটনা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,জখমদের নাম হবিবুর রহমান বয়স(৫৫)আরেকজনের নাম খাইরুল বসির ফকির,
বাইক দ্রুতগতিতে থাকায় বটতলা পেট্রোল পাম্প এলাকায় জাতীয় সড়কের ওপর অপরদিকে এক বাইক চালকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় গুরুতর ভাবে জখম হয় ২ জন।তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।জাতীয় সড়কে বারবার দুর্ঘটনা ঘটায় এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ।