অবতক খবর,১২ মার্চ: সামনেই দোল উৎসব। তার আগেই হরিহরপাড়া থানা পুলিশের উদ্যোগে হরিহরপাড়ায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্মপ্রাণ মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো শান্তিপূর্ণ বৈঠক। বুধবার সকালে হরিহরপাড়া থানার রবীন্দ্র কক্ষে বৈঠকের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের গুরুজনেরা। শুক্রবার দোল উৎসব অন্যদিকে জুম্মার দিন, চলছে রমজান মাস। অপ্রীতিকর ঘটনা এড়াতে বৈঠক পুলিশের। পুলিশের তরফে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হল যেমন কোন দোল উৎসবে ডিজে বক্স বাজানো যাবে না।
শুক্রবারের দিন দোল উৎসব ও জুম্মার নামাজ নিয়ে যেন কোনো সমস্যা না হয় সে জন্যই বৈঠক। উপস্থিত ছিলেন, DSP তমাল বিশ্বাস। হরিহরপাড়া থানার আইপিএস ইনচার্জ আয়ুষ পান্ডে। CI প্রসেনজিৎ দত্ত। থানা সেকেন্ড অফিসার হরেকৃষ্ণ মজুমদার।