অবতক খবর,১২ মার্চ: ইছাপুর বাসির নিকাশি ব্যবস্থার অন্যতম বড় মাধ্যম বিধানপল্লী এলাকার সুদীর্ঘ বিস্তার একটি ড্রেন বাম জমানো থেকে কাঁচা ওই ড্রেনটির উপর ছিল সিপিএমের একটি দলীয় কার্যালয় কিন্তু বিগত বেশ কয়েক মাস আগে উত্তর ব্যারাকপুর পৌরসভা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় উন্নয়নের খাতিরে ড্রেনটিকে পাকা ও সুদীর্ঘ ভাবে নির্মাণ করা হবে, সেই মোতাবেক নিকাশী নালার উপরে থাকা সমস্ত দোকান ও সিপিএমের নেতৃত্বকে জানানো হয় যে নিকাশী নালা সংস্কারের জন্য তাদের দলীয় কার্যালয় সরিয়ে নেওয়া হোক।
পৌরসভার তরফ থেকে একাধিকবার দলীয় নেতৃত্বকে অনুরোধ করা হলেও তাতে কর্ণপাত করা হয়নি, আজ উত্তর ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে জেসিবি মেশিন দিয়ে ড্রেনের উপরে অবস্থিত সিপিএমের দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়ন করা হয় নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী
সংবাদমাধ্যমের মুখোমুখি হয় উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পারিষদ সদস্য প্রদীপ বসু জানান, নিকাশী নালাকে সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে আমার আমার বিরোধী রাজনৈতিক বন্ধুদের বারংবার অনুরোধ করার সত্ত্বেও তারা সেই কথা শোনেননি,অবশেষে আজকে সকালে পৌরসভার তরফ থেকে এই পার্টি অফিসটি ভেঙ্গে দেওয়া হয়।