অবতক খবর,১২ মার্চ: প্রাক বসন্ত উৎসব উদযাপিত হল বেলডাঙা চক্রের ৩০নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে।কচিকাঁচারা স্কুলে রং, আবির খেলায় মেতে উঠল। কবিতা, গান, নৃত্য, আবৃত্তিতে পড়ুয়ারা অংশ নিল।বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় হয় । পড়ুয়াদের নিয়ে পদযাত্রা করে সামাজিক সচেতনতার বার্তা দেয়। স্কুলের তরফে পড়ুয়াদের মিষ্টিমুখ করানো হয়। এদিন স্কুলের পোশাকের বদলে পড়ুয়ারা বাহারি রঙের শাড়ি, পাঞ্জাবি পরেই স্কুলে এসেছিল।
প্রথমে শিক্ষক-শিক্ষিকাদের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নেয়। এরপর নিজেরা আবির খেলায় মেতে ওঠে। । দুপুর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। সেখানে অভিভাকরাও হাজির ছিলেন।
আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের নিয়ে এলাকায় সামাজিক সচেতনতার বার্তা দেয়। পড়ুয়াদের হাতে ছিল নিরীহ প্রাণীদের রং না দেওয়ার আবেদন,’বাল্যবিবাহ, ডেঙ্গুর লক্ষণ ও সচেতনতা মূলক পোস্টার, শিশুশ্রম, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার আহ্বান, জলের অপচয় রোধ, বৃক্ষরোপণ, রক্তদান প্রভৃতি সামজ সচেতনতা মূলক পোস্টার।
মানুষের কাছে হাতজোড় করে পড়ুয়ারা পশুপাখিদের রঙ দিয়ে তাদের জীবন বিপন্ন না করার অনুরোধ জানায়। বিদ্যালয়ের ১৭৫জন পড়ুয়া পদযাত্রায় অংশ নিয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, সারা বছর আমরা পড়ুয়াদের পাঠ্যবইয়ের পাশাপাশি সামাজিক সচেতনতার পাঠ দিই। বসন্ত উৎসবে পড়ুয়ারা সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিল।