অবতক খবর,১২ মার্চ,গোয়ালপোখর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোয়ালপোখরে আসলে তাকে পিটিয়ে ভাগানো হবে, শুভেন্দু অধিকারী যে ভাষা বলেছে, গোয়ালপোখরে আসলে সেই ভাষায় বুঝিয়ে দেওয়া হবে হুঁশিয়া তৃণমূল নেতৃত্বদের। শুধু তাই নয় শুভেন্দু অধিকারীকে দেশদ্রোহী ঘোষণা করে গ্রেফতার করা হোক

উল্লেখ্য বিধানসভার সামনে সংখ্যালঘু মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ও এবং শুভেন্দু অধিকারী গ্রেফতারের দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার গোয়ালপোখর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারের প্রতিবাদে গোয়ালপোখরে বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। এদিন গোয়ালপোখর বিডিও অফিস চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল গোয়ালপোখর বাজার পরিক্রমা করে আবার গোয়ালপোখর বিডিও অফিস চত্বরে এসে সমাপ্ত করা হয়।