অবতক খবর,১২ মার্চ,অভিষেক দাস,মালদা:-আবারো জয়জয়কার মালদা জেলার। এবার খেলার জগতে ইতিহাস তৈরী করল মালদার মেয়ে মিষ্টি কর্মকার। এই প্রথম মালদার কোন অ্যাথলেটিক্স আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিল। রাজ্য থেকে জাতীয় স্তরের জ্যাবলিন থ্রো প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য। সম্প্রতি বিহারের পাটনায় পাটলিপুত্র স্টেডিয়ামে ২০ তম ইউথ ন্যাশনাল অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হয়।
সেখানে জ্যাবলিন থ্রোতে মেয়েদের বিভাগে প্রথম হয়েছে মালদার মিষ্টি কর্মকার। এদিন মিষ্টি ৪৫.০৪ মিটার ছোঁড়ে জ্যাবলিন। মেয়েদের বিভাগে প্রথম হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ করে নিয়েছে। মালদার ইংরেজবাজারের কুলদীপ মিশ্র কলোনীর বাসিন্দা। মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। বর্তমানে জলপাইগুড়ি সাই ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। মিষ্টি কর্মকার বলেন, আমার স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। আমি এবার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক ইউথ অ্যাথলেটিক্সে। এখন থেকে কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জনের চেষ্টা করব।
২০ তম ইউথ ন্যাশনাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাজ্য দলে ২০ জন সদস্য ছিলেন। মালদা থেকে তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। জাতীয় স্তরের এই ইউথ প্রতিযোগিতায় রাজ্যে একটি মাত্র গোল্ড এসেছে । জ্যাভলিন থ্রোতে মালদার মিষ্টি কর্মকারের হাত ধরে। আগামী দিনে তার সাফল্য কামনা করছেন কোচ অসিত পাল। মিষ্টির এই সাফল্য খুশি ও গর্বিত মালদা জেলাবাসী।