অবতক খবর,১৬ মার্চ:  পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রবিবার ইমাম মোয়াজ্জেমদেরকে একত্রিত করে সংবর্ধনা জ্ঞাপন করা হল। মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সির উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় সামসি কলেজ মাঠে।সেখানে মালতীপুর বিধানসভার ১১ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৬০০ জন ইমাম মোয়াজ্জেমকে সংবর্ধিত করা হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মালদহ জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,জেলাপরিষদ সদস্য মাসশুল হক,শিউলি খাতুন,জেলাপরিষদের প্রানী ও মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বকসি,চাঁচল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ও তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ স্যানাল সহ অন্যান্যরা।

এদিন উপস্থিত ইমাম মোয়াজ্জেমদের সামনে সম্প্রীতির বার্তা তূলে ধরনে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি।বর্তমান রাজ্য রাজনীতিতে উস্কানি মূলক বক্তব্য ও গুজবে কান দেওয়ার কথা বলেন তিনি।সামাজিক মাধ্যমে কারও বক্তব্য শুনে প্ররোচনার ফাঁদে পড়ে এবং এলাকায় যেন অশান্তি না সৃষ্টি হয় সেই আবেদন রাখা হয়।