অবতক খবর,১৬ মার্চ,নববারাকপুর : দীর্ঘদিনের প্রচেষ্টার বাস্তবায়িত হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। রবিবার সকালে ব্যারাকপুর ২ ব্লকের বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের চাদঁপুর লেনিনগড় ডি ব্লকে কবর খোলা ময়দানে শুভ উদ্বোধন হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। ফিতে কেটে ফলকের উন্মোচন করেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রী বলেন এটা অবশ্যই অনুকরণীয়। শুধু একটা পঞ্চায়েত নয় প্রায় প্রত্যেক টা পঞ্চায়েত ও পুরসভার বিভিন্ন ওয়ার্ডের একটাই সমস্যা জঞ্জাল কোথায় ফেলা হবে।

জঞ্জাল যন্ত্রণার কারন। যদি নিজেদের আনন্দের কারনে পরিনত করতে পারি সেটা বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েত করে দেখিয়েছে। পচনশীল ময়লা আর্বজনা একটা জায়গায় ফেলে গোবরের লেয়ার দিচ্ছে। তার ওপরে কলাগাছের ডগা, কচুরিপানা ফেলে গোবর সার দিয়ে অসাধারণ জৈব সারে পরিনত হবে। এটা সম্পূর্ণ কৃত্রিম জৈব সার। অসাধারণ উদ্যোগ নিয়েছে বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েত। জৈব সার তৈরি হবে। সেটাকে সাত দিনের মধ্যে ল্যাবে পরীক্ষাগারে পাঠানো হবে।

সারা পৃথিবীতে এক লক্ষ একরের বেশি জৈব সারের চাষ হয়। এরপর হবে জৈব গ্রাম। একটা টার্গেট বেধে দেওয়া হবে এলাকার মানুষের অংশীদারে গ্রাম পঞ্চায়েতকে। পঞ্চায়েতে ওন ফান্ড থেকে সরকারের অন্যান্য টাকার বাইরে উন্নয়নের কাজ করতে পারবে। ওন ফান্ডের গুরুত্ব অনেক।

অত্যন্ত অনুকরনীয় প্রচেষ্টা। সবাই মিলে প্রচার করবেন অন্যান্য পঞ্চায়েত গ্রহন করতে উৎসাহিত হবে এটা করার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পরিবেশ ও জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ সজল দাস, বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, সমাজসেবী সায়ন দেব চট্টোপাধ্যায়, জয়েন্ট বিডিও, জেলা পরিষদের সদস্যা সুপ্রিয়া ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর, উপপুরপ্রধান অঞ্জলি দেউরি, বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা দাস, উপপ্রধান প্রবীর দাস, সহ পঞ্চায়েত সদস্যরা ও কর্মাধ্যক্ষ ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।