অবতক খবর,১৬ মার্চ: গ্যাস ভর্তি ট্রাঙ্কার উল্টে বিপত্তি। ট্রাঙ্কার থেকে গ্যাস বের হতে থাকায় এলাকায় ছড়ালো আতঙ্ক। ঘটনাটি বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া নওয়াপাড়া গ্রামের কাছে। ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন।
গতকাল রাতে পানাগর থেকে হিন্দুস্থান পেট্রোলিয়ামের একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কার বাদশাহী রাস্তা দিয়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাঙ্কারটি উল্টে যায়। ট্রাঙ্কারটি উল্টে যাওয়ায় গ্যাস বের হতে থাকে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ ও দমকল বাহিনী।
ওই এলাকা দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারীদের নিরাপদ দুরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে পানাগর গ্যাস বটলিং কেন্দ্রে। সেখান থেকে আধিকারিকেরা ঘটনাস্থলে এসে গ্যাস বের হওয়া বন্ধ করে ট্রাঙ্কারটিকে তোলার ব্যবস্থা করছে বলে জানা যায়।