অবতক খবর,১৬ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:  পবিত্র রমজান মাস উপলক্ষে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে আজ কুসুমগ্রাম কিষাণ মান্ডির প্রাঙ্গণ মাঠে রোজা ইফতারের আয়োজন করা হয় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

ইফতারে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি গার্গী নাহা, জেলা পরিষদে খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, রহমাতুল্লাহ চৌধুরীর মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমার জিৎ পান, পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মদক্ষরা সহ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে এসে সম্প্রীতির বার্তা দিয়ে এলাকার মানুষ রোজাদারদের শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করে তিনি ।মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন, প্রতিবছর মতো এবছরও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রোজা ইফতারের আয়োজন করা হয়। রবিবার কুসুমগ্রাম কিষাণ মান্ডি প্রাঙ্গনের মাঠে প্রায় ২ হাজার লোকজন সাথে নিয়ে রোজা ইফতার করা হয় ।