নববারাকপুর : শনিবার রাতে নিখোঁজ মূক ও বধির মেয়ে কে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিলেন নিউ বারাকপুর থানার পুলিশ। এদিন বিকেলে জামাই বাবুর ফোন নিয়ে মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে চলে যায় মেয়ে টি। দীর্ঘ খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকজন নিউ বারাকপুর থানায় জানালে থানার পুলিশ মোবাইল ট্রাক লোকেশন ধরে চার ঘন্টার মধ্যে বারাসত রেলগেট সংলগ্ন এলাকা থেকে প্রতিবন্ধী মেয়ে কে উদ্ধার করে। মেয়েটির নাম মাম্পি ঢালি(১৯)।
বাড়ি সাজিরহাট শহীদ বন্ধু নগর কলোনী এলাকায় । পরিবারের লোকজন পুলিশি তৎপরতায় উদ্ধার কাজে খুশি। মেয়েটির বাবা ভ্যান রিক্সা চালক সুনিল ঢালি বলেন মেয়ে কানে শোনে না। কথাও বলতে পারে না। নববারাকপুর থানার পুলিশ তৎপরতার সাথে মেয়ে কে উদ্ধার করেছে। পুলিশ না থাকলে খুজে পেতাম না। চিরকৃতঞ্জ থাকব থানার বড় বাবু সহ অন্যান্য অফিসার দার কাছে।