অবতক খবর,১৯ মার্চ,চোপড়া: রেশন বিলিতে অনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ রেশন গ্রাহকদের। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শীতলগছ এলাকায়। জানা চোপড়া ব্লকের শীতলগছ এলাকার ১০ নম্বর রেশন দোকানের মালিক শ্রী চন্দ্র মোহন সিংহ। গ্রাহকদের অভিযোগ রেশন দোকানের মালিক সময় মতো রেশন না দিয়ে স্লিপ ধরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ।

সেই স্লিপ নিয়ে মাসের পর মাস ঘুরলেও রেশন পাচ্ছেনা গ্রাহকরা বলে অভিযোগ।শুধু তাই নয় প্রতি গ্রাহকদের এক কেজি করে চাল কম দিচ্ছেন বলে অভিযোগ। রেশন কম না দেওয়ার জন্য একাধিকবার ডিলারকে বললেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রাহকদের। বুধবার গ্রাহকরা রেশন নিতে আসলে অনেকেই রেশন না পাওয়ায় ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুর করে গ্রাহকরা। এই ঘটনায় রেশন দোকানের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাহকদের দাবি রাজ্য সরকার যেভাবে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী রেশন নিবেন গ্রাহকরা।

যদিও সমস্ত গ্রাহকদের অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলারের ছেলে। অন্যদিকে রেশন কম দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে আজব সাফাই দেন রেশন ডিলারের ছেলের। তার দাবি রেশন নিয়ে আসার সময় অনেক চাল আটার প্যাকেট ফেটে নষ্ট হয়ে যায়। তাই গ্রাহকদের এক কেজি রেশন কম দেওয়া হতো। যদিও তিনি রেশন কম দিচ্ছেন না তার কর্মচারী দিচ্ছেন বলে জানান তিনি।