অবতক খবর,২৩ মার্চ,বীরভূম,দুবরাজপুর: ঘূর্ণিঝড়ে ভেঙে পড়লো বাড়ি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন স্বামী অক্ষয় বাগদী ও অন্তঃসত্ত্বা তাঁর স্ত্রী। আহত হয়েছেন দুজনেই। পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার লোকজন এসে উদ্ধার করেন দুজনকে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে। গত দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টিপাত এবং আজ হঠাৎ ঘূর্ণিঝড়ে ভেঙে পড়লো মাটি দিয়ে তৈরি ইটের বাড়ি ও টিনের চালা।

এদিন অক্ষয় বাগদীর বাড়িতে গিয়েছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি জানান, কয়েকদিন ধরে চলতে থাকা প্রাকৃতিক দুর্যোগের ফলে হঠাৎ ঝড়ো হাওয়াতে অক্ষয় বাগদির ভগ্ন বাড়ির দেওয়াল পড়ে যায়। এবং বাড়ির উপরের অংশ তাঁদের উপর পড়ে যায়। ফলে অল্প আঘাত লাগে। অনেক ব্যবহার্য আসবাবপত্র নষ্ট হয়ে যায়। আমি গিয়ে দেখা করি এবং সবরকম সহযোগিতার আশ্বাস দি।