অবতক খবর,৩ মার্চ: এনআরসি,এনপিআর ও সিএএ এবং গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে নিয়মিত আন্দোলন চালু রাখা এবং সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার জন্য সমাজকর্মী, লেখক,সাহিত্যিক, শিল্পী সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গঠিত হল প্লাটফর্ম ফর এডুকেশন লিটারেচার কালচার ব্যারাকপুর সাব ডিভিশন-কাঁচরাপাড়া কমিটি।

 

এই কমিটির নেতৃত্ব জানান, দিল্লির সাম্প্রদায়িক নৃশংসতা হত্যাকাণ্ড এবং অগ্নিদাহের ঘটনা এই কমিটি গঠনকে আরও গুরুত্ববহ করে তুলেছে। এই কমিটি দেশের বর্তমান পরিস্থিতি সাম্প্রদায়িক বিভেদ এবং সিএএ কালাকানুনের বিরুদ্ধে নিজেদের কি কি ভূমিকা নিতে তা জানাতে জনসংযোগের জন্য ৮ই মার্চ বিকেল সাড়ে পাঁচটায় কাঁচরাপাড়া মানিকতলা শেঠজি ব্যাংকোয়েট হলে একটি কনভেনশনের আয়োজন করেছে।

এই কনভেনশনে কাঁচরাপাড়া কমিটিকে উৎসাহিত,উদ্বুদ্ধ করতে এবং জনগণকে সচেতন করতে বক্তব্য রাখবেন অলোক ব্যানার্জী, সূর্যকান্ত মিশ্র, স্বপন ব্যানার্জী, সুব্রত সেনগুপ্ত, অনীক দত্ত, ঋতুপর্ণা মিত্র, তড়িৎবরণ তোপদার। এই কনভেনশনে সভাপতিত্ব করবেন নাট্যকার চন্দন সেন।

শুধুমাত্র কাঁচরাপাড়া অঞ্চলেই নয়, হালিশহর এবং কল্যাণীকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারিতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য কাঁচরাপাড়ার এই কমিটি সক্রিয় থাকবে বলে জানান কমিটির অন্যতম দায়িত্বপ্রাপ্ত নেতা বাবু মুস্তাফি এবং অসিত সরকার।